অরুণাভ বেরা: ব্যস্ত এসপ্ল্যানেডে টায়ার পার্ক। রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, দেশের মধ্যে প্রথম কলকাতায় এই ধরনের পার্ক তৈরি হয়েছে। বাতিল টায়ার দিয়ে সেজে উঠেছে রঙিন পার্ক, আর এই পার্কের টায়ারে ছবি আঁকলেন ঘাটালের চিত্র ও ভাস্কর্য শিল্পী মিলন কুইলা।
রাজ্য পরিবহণ দপ্তরের পরিত্যক্ত টায়ার দিয়ে এক টুকরো রঙিন পার্ক তৈরি হয়েছে। ওই টায়ারগুলিতে এতদিন জল জমে থাকতো। তৈরি হতো মশার আঁতুড়ঘর। পরিবহন দপ্তর উদ্যোগ নিয়ে টায়ারগুলিকে রঙিন করে, ছবি এঁকে শিল্পের পর্যায়ে উন্নীত করল। আর তা দিয়ে সেজে উঠেছে দেশের প্রথম টায়ার পার্ক। টায়ারে আঁকা হয়েছে প্রজাপতি, ময়ূরের ছবি। টায়ার দিয়ে তৈরি হয়েছে চেয়ার টেবিল। পার্কে আছে ছোট ক্যাফেটেরিয়া। গান-বাজনার ব্যবস্থা আছে পার্কে।
মিলনবাবু সহ অন্যান্য শিল্পীরা ছবি এঁকেছে টায়ারগুলিতে। মিলনবাবু বলেন, আমার স্কুলের সাতজন ছাত্র যারা এখন আর্ট কলেজে পড়ছেন তারাও এঁকেছেন। কলকাতার ঐতিহ্যসহ বিভিন্ন বস্তু, কার্টুন পশুপাখি আঁকা হয়েছে তেল রং দিয়ে। কাজ হয়েছে তিন মাস, পনেরো ধরে দিন চলেছে আঁকার কাজ।