গোপাল করণ (মাগুরিয়া): শনিবারও মায়ের কোল দাপিয়ে বেড়িয়েছে ছোট্টো দুই বোন। আজ ৯ ফেব্রুয়ারি রবিবার ওরা ঘরে ফিরেছে ঝলসে,মুখের সেই মিষ্টি হাসি নেই নেই প্রাণের স্পন্দন।
দাসপুরের মাগুড়িয়া গ্রামের অধিকাংশ বাড়িতেই আজ হাঁড়ি চড়েনি। গভীর শোকে মগ্ন সারা গ্রাম।
গোপাল করণ (মাগুরিয়া): শনিবারও মায়ের কোল দাপিয়ে বেড়িয়েছে ছোট্টো দুই বোন। আজ ৯ ফেব্রুয়ারি রবিবার ওরা ঘরে ফিরেছে ঝলসে,মুখের সেই মিষ্টি হাসি নেই নেই প্রাণের স্পন্দন।
দাসপুরের মাগুড়িয়া গ্রামের অধিকাংশ বাড়িতেই আজ হাঁড়ি চড়েনি। গভীর শোকে মগ্ন সারা গ্রাম।
পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭