রূপনারায়ণের তীরে দাসপুরের বৃহত্তম পার্ক চালু হল দুধকোমরার কাশিয়াড়াতে

নিজস্ব সংবাদদাতা: রূপনারায়ণ নদের তীরে প্রায় ২০ একর জায়গার উপর বিশাল একটি পার্ক চালু হল দাসপুর-২ ব্লকের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের কাশিয়াড়াতে। [পার্কের লোকেশন ম্যাপ https://goo.gl/maps/AnNYJCHJFvzbyJHc9] পার্কটির নাম ত্রিবেণী পার্ক। পার্ক কর্তৃপক্ষের দাবি এটিই দাসপুরের সবচেয়ে বড় পার্ক। রূপনারায়ণ নদের চরে বিশাল জায়গা জুড়ে এই পার্কে শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষেরই মন ভালো করার মত পরিবেশ গড়ে তোলা হয়েছে বলে দাবি করেন পার্ক কর্তৃপক্ষ। পার্কটির বেশিরভাগ কাজ প্রায় সম্পূর্ণ হবার পর আজ ১৩ ফেব্রুয়ারি থেকে সবার জন্য খুলে দেওয়া হল। এই পার্কের কেয়ারটেকার ব্রজনাথ বাগ বলেন, পার্কটিতে ঢুকতে প্রবেশ মূল্য করা হয়েছে দশ টাকা। ভেতরে রয়েছে বিস্তৃত জলাশয়ে বোটিংয়েরও ব্যবস্থা। বোটিংয়ের জন্য ধার্য করা আছে জনপিছু দশ টাকা। বাচ্চাদের দোলনা, স্লিপার, চেয়ার, ঘূর্ণি, রং বেরঙের ফুল ও গাছ দিয়ে সাজানো গোছানো হয়েছে পার্কটিকে। পার্কের এক কর্মী শ্রীমন্ত সাঁতরা বলেন, যে কেউ এই পার্কে পরিবারদের নিয়ে এসে পিকনিক করতে পারেন। পার্কের ভেতরে, নদীর বালুচরে নির্মল পরিবেশে পিকনিক করারও ব্যবস্থা আছে। পানীয় জল, শৌচালয়েরও ব্যবস্থা রেখেছে পার্ক কর্তৃপক্ষ। সুবিশাল এই পার্কটিতে রয়েছে ভেষজ উদ্যান। গোপিগঞ্জ বাসস্টপ থেকে ৬ কিমি পূর্বে অথবা শ্রীবরা থেকে ২ কিমি পশ্চিমে গেলেই এই পার্কটিতে যাওয়া যাবে। দুধকোমরা জিপির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পরিমল দিন্ডা বলেন, মানুষের একঘেঁয়েমি জীবন থেকে একটু মুক্তি নিয়ে কিছুটা আনন্দ উপভোগ করার জন্য এবং শিশুদের বিনোদনের জন্য দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় ও রাজ্য প্রশাসনের সহযোগিতায় এই পার্কটি তৈরি করা হয়েছে। পার্কের কিছু ছোটখাটো কাজ বাকি আছে যেগুলো সম্পূর্ন করে শ্রীঘ্রই পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে পরিমলবাবু জানান। •ভিডিও

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।