ঘাটালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মালবাহী ট্রেলার

সৌমেন মিশ্র: ১৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১২ টা নাগাদ ঘাটালের দাসপুর থানার বেলিয়াঘাটাতে একটি মালবাহী ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পাশের ধানক্ষেতে উল্টে পড়ে। চালক ও খালাসি আংশিক ক্ষতিগ্রস্ত।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।