সৌমেন মিশ্র: ১৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১২ টা নাগাদ ঘাটালের দাসপুর থানার বেলিয়াঘাটাতে একটি মালবাহী ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পাশের ধানক্ষেতে উল্টে পড়ে। চালক ও খালাসি আংশিক ক্ষতিগ্রস্ত।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








