এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সরকারি গাছ চুরি করে মিলে বিক্রি করতে গিয়ে গ্রেফতার ১

Published on: May 24, 2022 । 10:49 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: সরকারি গাছ চুরির অভিযোগের ভিত্তিতে মনশুকার এক যুবককে গ্রেফতার করলো ঘাটাল থানার পুলিশ। অভিযোগ, ঘাটাল-মাংরুল রাস্তার দন্দিপুর সংলগ্ন পিচ রাস্তার পাশে থাকা কয়েকটি সরকারি গাছ কেটে সেগুলি মিল মালিকের কাছে বিক্রি করার পরিকল্পনা করে মনশুকার অগ্নিকুমার সামন্ত ওরফে পঞ্চা নামে এক যুবক। দন্দিপুর স্টোরের সামনে তার একটি গ্রিলের দোকান রয়েছে। সেখান থেকে কয়েকটি গাছ কেটে নিয়ে এসে নিজের এলাকার এক কাঠমিল মালিকের কাছে বিক্রি করার পরিকল্পনা করে সে। দন্দিপুর এলাকাটি ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত। ঘটনার কথা জানতে পেরে গ্রাম পঞ্চায়েতের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে আজ ২৪ মে গ্রেফতার করে ঘাটাল পুলিশ। আগামী কাল তাঁকে কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে সরকারি গাছ চুরির বিষয় নিয়ে পুলিশকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশের এমন পদক্ষেপে খুশি অনেকেই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now