দেবযানী পাত্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। যুবকের নাম জয়চাঁদ পাখর(২০)। জয়ের বাড়ি ঘাটাল থানার শিলারাজনগর গ্রামে। ওই যুবকের বাড়ির আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল না। তাই খুব কম বয়সেই সংসার চালানোর দায় তাঁর কাঁধের উপর পড়ে। ফলে তিনি গাছ কাটাকেই পেশা হিসেবে নিতে বাধ্য হয়েছিলেন। ১৫ মার্চ নিজের গ্রামেই একটি গাছের ডাল কাটতে গাছে উঠেছিলেন। অসাবধানবশত গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। তাঁর মাথায় চোট লাগার ফলে মস্তিষ্কের মধ্যে তীব্র রক্তক্ষরণ হয়। ওই দিনই প্রথমে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল সেখান থেকে কলকাতার নীলরতনে স্থানান্তরিত করা হয়। যেহেতু জয়ের পারিবারিক অবস্থা ভালো নয় তাই জয়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে সুচিকিৎসার জন্য গ্রামবাসীরাও তাঁর পাশে দাঁড়ান। গ্রামবাসীরা নিজেরা আর্থিক সহযোগিতা করার পাশাপাশি পরিচিতদের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযানে শামিল হয়েছিলেন। সামাজিক মাধ্যমে আর্থিক সহযোগিতা চেয়ে পোস্ট করেছিলেন জয়ের শুভানুধ্যায়ীরা। কিন্তু শেষ রক্ষা আর হল না। আজ রবিবার সকালে কলকাতার হাসপাতালেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।