চারাগাছ বিলি করে পরিবেশ সচেতনতার প্রচারে খুদেরা!

আপনি কি সোনা ভালোবাসেন? এমনই অভিনব কায়দায় আমজনতাকে সবুজায়নের বার্তা দিল স্কুলের খুদে পড়ুয়ারা৷ আজ ১৮ ডিসেম্বর, ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করে ঘাটালের একটি বেসরকারী নার্সারী স্কুল৷ খোদ মহকুমা শাসক ও দপ্তরের কর্মীদের হাতে গাছের চারা তুলে দেয় পড়ুয়ারা৷ বিদ্যালের তরফে জানানো হয়েছে মহকুমা জুড়ে আগামী দিনে এমন প্রচার চালানো হবে৷
ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের এমন উদ্যোগের প্রশংসা করে মহকুমা শাসক অসিম পাল জানান, আগামী প্রজন্ম এভাবে সচেতন হলে পরিবেশকে রক্ষা করা সহজ হবে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।