বাগনানে ট্রেনে কাটা পড়ে দাসপুরের বৃদ্ধের মৃত্যু, দেহ গ্রামে আসতেই কান্নার রোল

বাবলু মান্না: সব্জি বিক্রি করে সংসার চালাতেন দাসপুর থানার দুধকোমরা গ্রামের বছর বাহাত্তরের বৃদ্ধ রঞ্জন গায়েন। হাওড়ার ধুলাগড় থেকে সব্জি বিক্রি করে ফেরার সময় বাগনানে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তাঁর। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে। আজ তাঁর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে।
ওই বৃদ্ধ এবং তাঁর স্ত্রী একাদশী গায়েন সপ্তাহে দু’তিন দিন করে সকালে ধুলাগড়ে পাইকারি সব্জি কিনতে চলে যেতেন। রাতের ট্রেন ও ট্রেকারে করে ফিরতেন। সেই সব্জি নিয়ে এসে পরের দিন গ্রামের হাটে বিক্রি করতেন। মৃতের নাতনি সুমিত্রা গায়েনের কাছ থেকে জানা গিয়েছে, ওই দিন সব্জি নিয়ে বৃদ্ধদম্পতি বাগনান স্টেশনে নামেন। একাদশীদেবী ওভার ব্রিজ দিয়ে স্টেশনের দিকে এলেও রঞ্জনবাবু রেললাইনের উপর দিয়ে হেঁটে সব্জি নিয়ে আসছিলেন। সেই সময়ই রঞ্জনবাবু ট্রেনে কাটা পড়েন। আজ বিকেলে তাঁর দেহ গ্রামে আসে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।