মন্দিরা মাজি (স্থানীয় সংবাদ): আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সংখ্যা মোট ১৪ জন। দাসপুরে চার জন। ঘাটাল ও চন্দ্রোকোণা বিধানসভা কেন্দ্রে পাঁচজন করে।
২৩০-দাসপুর বিধানসভা কেন্দ্র: ধ্রুবশেখর মণ্ডল (সিপিএম), জগদীশ মণ্ডল অধিকারী(এসইউসিআই), প্রশান্ত বেরা(বিজেপি) এবং মমতা ভুঁইয়া(তৃণমূল)।
২৩১-ঘাটাল বিধানসভা কেন্দ্র: অঞ্জন জানা(এসইউসিআই), কমল দোলই(সিপিএম), তপন দোলই(নির্দল), শঙ্কর দোলই(তৃণমূল), শীতল কপাট(বিজেপি)।
২৩২-চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্র: অক্ষয় খান(এসইউসি), অরূপ ধাড়া(তৃণমূল), গৌরাঙ্গ দাস(রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি), শিবরাম দাস(বিজেপি) এবং সুধীর আড়ি(নির্দল)।
ঘাটাল ও চন্দ্রকোণায় যে দুজন নির্দল প্রার্থী হয়েছেন তাঁরা বিজেপির গোঁজ প্রার্থী বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে বিজেপির ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, কোনও কেন্দ্রেই বিক্ষুব্ধ বিজেপি বা গোঁজ প্রার্থী নেই।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন