সুজাতা দাস:জেলার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণের ঘটনা বেড়েই চলেছে। আজ ৮ আগস্ট পূর্ণ লকডাউন। তাই আজ সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় চলছে পুলিশি ধরপাকড়। কোথাও আবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পুলিশবাহিনী নিয়ে নিজেও ধরপাকড় চালাচ্ছেন। কারণ ছাড়া যাঁরা বাড়ির বাইরে বেরোচ্ছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে থানায় আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। সেই সঙ্গে চলছে রোডমার্চও। চন্দ্রকোণা রোড থেকে সুজাতা দাসের রিপোর্ট। •পুলিশি ধরপাকড়ের ভিডিও⏯️
আজ পূর্ণ লকডাউনে চলছে পুলিশি টহল ও ধরপাকড়
Published on: August 8, 2020 । 10:00 AM









