আবারও চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিল দাসপুরের রাজনগর ইয়ংস স্পোর্টিং ক্লাব। শুধু তাই নয় এবার হ্যাট্রিক। ক্লাবের সম্পাদক জগন্নাথ মণ্ডল জানান আজ ১৯ জানুয়ারি ঘাটাল শিশু মেলার উদ্যোগে এক ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট হয়৷ সেই টুর্নামেন্টে চেঁচুয়া গোবিন্দনগরকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তাঁদের ইয়ংস স্পোর্টিং ক্লাব। জগন্নাথবাবু আরও জানান,২০১৮ থেকে এবার ২০২০ মিলে পরপর তিনবার এই খেলায় চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক করলেন তাঁরা। গ্রামের ক্লাবের এমন অসামান্য জয়ে আপ্লুত গ্রামবাসীও।
ভলিবলে ঘাটাল শিশুমেলায় হ্যাট্রিক দাসপুর রাজনগরের
By সৌমেন মিশ্র
Published on: January 19, 2020 । 9:08 PM











