আকাশ দোলই: পরপর তিনটি গরুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল ঘাটাল কুশপাতার ১৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের অরবিন্দ পল্লিতে সুবল খাটুয়া নামে এক ব্যক্তির গোয়ালে নয়টি গরু ছিল। গত ৩০ জানুয়ারি হঠাৎ সব গরুগুলিই অসুস্থ হয়ে পড়ে। তারমধ্যে তিনটি গরু ওইদিনই মারা যায়। মৃত গরুগুলোর মধ্যে কয়েকটির পেটে বাছুরও ছিল বলে গরুর মালিক জানান। পশু চিকিৎসক ডেকে চিকিৎসা শুরু করলে চিকিৎসক জানান সম্ভবত বিষ ক্রিয়ার কারণে গরুগুলো এইভাবে অসুস্থ হয়ে পড়েছে। সুবলবাবুর অভিযোগ, কেউ ষড়যন্ত্র করে গরুগুলোকে বিষ খাইয়ে দিয়েছে। তবে এনিয়ে পুলিশে অভিযোগ হয়নি। একই গোয়ালের একাধিক গরুর মৃত্যু ও অসুস্থতায় এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।