এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে এক সঙ্গে তিনটি গরুর মৃত্যু, অসুস্থ আরো পাঁচ চাঞ্চল্য!

Published on: February 1, 2021 । 3:47 PM

আকাশ দোলই: পরপর তিনটি গরুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল ঘাটাল কুশপাতার ১৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের অরবিন্দ পল্লিতে সুবল খাটুয়া নামে এক ব্যক্তির গোয়ালে নয়টি গরু ছিল। গত ৩০ জানুয়ারি হঠাৎ সব গরুগুলিই অসুস্থ হয়ে পড়ে। তারমধ্যে তিনটি গরু ওইদিনই মারা যায়। মৃত গরুগুলোর মধ্যে কয়েকটির পেটে বাছুরও ছিল বলে গরুর মালিক জানান। পশু চিকিৎসক ডেকে  চিকিৎসা শুরু করলে চিকিৎসক জানান সম্ভবত বিষ ক্রিয়ার কারণে গরুগুলো এইভাবে অসুস্থ হয়ে পড়েছে। সুবলবাবুর অভিযোগ, কেউ ষড়যন্ত্র করে গরুগুলোকে বিষ খাইয়ে দিয়েছে। তবে এনিয়ে পুলিশে অভিযোগ হয়নি। একই গোয়ালের একাধিক গরুর মৃত্যু ও অসুস্থতায় এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।