আজ শ্রাবণ মাসের শেষ সোমবার দাসপুর জুড়ে শিব ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত৷ প্রায় ১৩ বছর ধরে শ্রাবণ মাসের শেষ সোমবার দাসপুর থানা ছাড়াও আসপাশের এলাকা থেকে শিব ভক্তরা দাসপুরের সীতাকুণ্ডর শিলাবতী নদী থেকে জল নিয়ে প্রায় ১৮ কিলোমিটার পায়ে হেঁটে নাড়াজোল লঙ্কাগড়ের হরেশ্বর শিব মন্দিরের শিবের মাথায় সেই জল ঢেলে আসছে। আজও লঙ্কাগড়ের মন্দিরে যাওয়ার পথে ভক্তরা রাজনগর পশ্চিম,হোসেনপুর ও বালিপোতার শিব মন্দিরেও জল ঢালে।
শিব ভক্তদের সুবিধার্থে আজ ভক্তদের যাবার পথে ওই এলাকার একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ভক্তদের জন্য জলসত্রের আয়োজন রেখেছিল। তাছাড়া নাড়াজোলের রামদাসপুর দেশপ্রাণ সমবায় সমিতির পক্ষ থেকে ভক্তদের জন্য রাখা হয়েছিল এম্বুলেন্স। লঙ্কাগড় হরেশ্বর মন্দির কমিটির পক্ষে মদন ভুঁইঞা জানান আজ প্রায় সাড়ে চার হাজার ভক্ত তাদের মন্দিরে জল ঢেলে বাবা শিবের কাছে তাদের মনের কথা জানায়। তাঁরা ভক্তদের জন্য বিশেষ ভোগেরই ব্যবস্থা রেখেছিলেন।