ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: তিনটি চুরির কিনারা হবে সিসিটিভির ফুটেজে(CC tv) চুরি করতে আসা ব্যক্তিদের চিনতে পারলেই। ভিডিওতে স্পষ্ট ছবি দেখা যাচ্ছে চোরদের।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন
দাসপুর থানার(Daspur police station) উত্তর গোবিন্দনগর গ্রামের চেঁচুয়ার ব্রিজের কাছে শনি কালীমন্দির ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি সিএসপি(CSP) কেন্দ্রের সাথে এক দোকানে চুরি(theft) সিএসপি কর্ণধার রুদ্রপ্রসাদ চক্রবর্তী ১৪ মার্চ মঙ্গলবার বেলা বাড়তে চুরির বিষয়টি জানতে পারেন। তিনি জানান, রাত প্রায় ১টা ৫৭ মিনিট নাগাদ দোকান সহ কালীমন্দির চুরি হয়েছে। সমস্ত চুরির ঘটনা সিসিটিভি’তে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের কিছু জিনিসপত্র সহ নগদ টাকাও(cash money) চুরি গেছে। এই চুরির বিষয়টি নিয়ে তাঁরা স্থানীয় ভিলেজ পুলিশকে(police) জানিয়েছেন। অন্যদিকে কালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রণামীর টাকায় নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে উঠে আসা চুরির ভিডিও দেখুন।