সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ফুল সিঁদুর ও ধুপ দিয়ে পুজো করে চুরি করল চোরেরা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনা দাসপুর(Daspur) থানার অন্তর্গত দাদপুর(Dadpur) গ্রামের। রাত প্রায় ১:৩০ নাগাদ কেউ বা কারা চোখের অলক্ষ্যে চুরি(theft) করল মনসা ও শীতলা মন্দিরে। তেমাথানি মোড়ে সনাতন ধর্ম মেনে ফুল সিঁদুর ও ধুপ দিয়ে পুজো করে চুরি করল। অনুমান করা হচ্ছে চুরি হয়েছে মন্দিরের নগদ ১০ হাজার টাকা সোনা ও রুপোর গহনা(gold and silver jewellery)। এই নিয়ে দুবার চুরি হলো এই মন্দির। এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দাসপুর থানায় জানানো হয়েছে।