দাসপুরে অনুকূল আশ্রমে দুঃসাহসিক চুরি, আটক একাধিক

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পিছনে পুলিশ সামনে পুলিশ মাঝে লাইন দিয়ে সাইকেলে প্রায় ১০ থেকে ১২ জন।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ এ ছবিই ঘাটাল-মেদিনীপুর সড়কে(Ghatal-medinipur road) দাসপুর থানার(Daspur police) রাজনগর(Rajnagar) এলাকায়। এদেরকে আটক করা হয়েছে ওই এলাকার হোসেনপুর থেকে। কেন আটক করা হল? আটক করা হল রাজনগর এলাকার রামদেবপুর(Ramdebpur) এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে। মঙ্গলবারের সকালে রামদেবপুরের অনুকূল আশ্রমের পুরোহিত দেখেন তাঁদের বিশাল আশ্রমের মূল গেটের তালা(lock) ভাঙা। তাছাড়াও মন্দিরের ভেতরের প্রণামী বাক্সের(cash box) তালা ভাঙা, ফাঁকা সমস্ত টাকা। অন্যদিকে মন্দিরের অন্য অংশে রাখা আরও কয়েকটি প্রণামী বাক্সও গায়েব। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য কয়েকদিন আগেই মন্দিরের বার্ষিক উৎসব হয়েছিল। হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছিল। প্রাণামী বাস্কগুলির মধ্যে থাকা প্রণামীর অর্থের পরিমাণ লক্ষাধিক টাকা হবেই। অন্যদিকের ওই রামদেবপুরে এই অনুকূল আশ্রমের পাশে রামদেবপুর গ্রামের শীতলা মন্দিরেও তালা ভেঙে মন্দিরে ঢুকে কেউ বা কারা মন্দিরের মধ্যেকার জিনিসপত্র চুরি(theft) করেছে। এই ঘটনাও নজরে আসে মঙ্গলবার সকালে। গ্রামবাসীদের অভিযোগ কয়েকদিন ধরেই এলাকায় কিছু অপরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছিল। প্রাথমিকভাবে তাদের দেখে মনে হয়েছে তারা ভবঘুরে। চুরির যে ধরন তা দেখে মনে হচ্ছে এই ভবঘুরেরাই এই চুরির ঘটনা ঘটাতে পারে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবারের সকাল থেকেই এলাকার ভিলেজ পুলিশ(Village police) ও সিভিকদের নিয়ে আশপাশের এলাকায় তল্লাশি চালায় দাসপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার হোসেনপুর এলাকা থেকে এক ভবঘুরের দলকে আটক করা হয়েছে। ওই দলে প্রায় ১০ থেকে ১২ আছে। তাদের এই দলকেই দাসপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে রামদেবপুর অনুকূল আশ্রমের পাশের এক জমি থেকে কয়েকটি প্রণামী বাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে বাস্কগুলি ওই আশ্রমেরই। তবে সেগুলির মধ্যে কানা কড়িও নেই!

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।