সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভর সন্ধ্যায় পুলিশের বেশে অভিনব কায়দায় দাসপুরে সোনার দোকানে চুরি।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ। দোকানের মালিক পরেশ ভৌমিক জানাচ্ছেন, এক ক্রেতা পুলিশের বেশে এসে বলেন দাসপুর থানার বড়বাবু পাঠিয়েছেন।সেই মতোই দোকান মালিক পরেশ ভৌমিক ওই পুলিশ বেশধারী খোদ্দেরকে সোনার জিনিস দেখাতে শুরু করেন। তারই ফাঁকে দুটি আংটি সমেত একটি কানের দুল নিয়ে বলেন যে বড়বাবু বাইরে গাড়িতে বসে রয়েছেন। তিনি ফোনে একটু ব্যস্ত আছেন। গিফট দেওয়ার আছে, আমি বড়বাবুকে দেখিয়ে আসছি। এই বলে ওই সোনার জিনিসগুলি নিয়ে টোটোতে করে চম্পট দেয়। তারপর ওই দোকান মালিকের সন্দেহ হওয়াতে দাসপুর থানায় বড়বাবু অমিত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। ওসি বলেন না আমরা এভাবে কাউকে পাঠাইনি। পুরো ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত ওই দোকানের মালিক। লিখিত ভাবে পুলিশকে জানিয়েছেন ওই দোকান মালিক। গয়নাগুলির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা হবে বলে জানান দোকান মালিক।