চুরি করতে এসে ধৃত চোর, গাছে বেঁধে গণধোলাই দিয়ে যা করল ক্ষিপ্ত

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল চোর। গণধোলাই দিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দাসপুর(Daspur) থানার গৌরা জানা পাড়া এলাকায়। আজ বৃহস্পতিবারের দুপুরে ওই এলাকার বাসিন্দা অমিত জানা ও তার স্ত্রী সুপর্ণা জানা বিশেষ কাজের সূত্রে বাড়ির বাইরে বেরিয়ে যান। ছেলে শুভাশিস জানা পেশায় একজন টিউশনি শিক্ষক(Private tutor)। তিনি টিউশন পড়িয়ে বাড়িতে এসে দেখেন বাড়ির ভেতর থেকে এক অচেনা ব্যক্তি(Unknown person) বেরিয়ে আসছে। তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করতেই হাত ছুট হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পেছন থেকে চোর চোর করে ডাকাডাকি শুরু করলে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে এলাকাবাসীরা তাকে ধরে ফেলে এবং ক্ষিপ্ত জনতা গণধোলাই দিতে শুরু করে গাছে বেঁধে।

 

শুভাশিসবাবু জানান, বাড়ির মূল গেটের(Main gate) তালা ভাঙা। বাড়ির ভেতরে ঢুকে দেখেন আলমারি খোলা। আলমারিতে রাখা নগদ ১৫ হাজার টাকা(cash money) ও সোনার গয়না(Golden jwellery) চুরি করেছে দুষ্কৃতী। ১৫ হাজার টাকা উদ্ধার হলেও সোনার গয়নার এখনও হদিশ মেলেনি। কিন্তু ঠিক কতটা পরিমাণ সোনা ছিল তার এখনও জানা যায়নি। অমিতবাবু ও সুপর্ণাদেবী বাড়ি না ফিরলে কতটা পরিমাণ সোনার গয়না চুরি গিয়েছে তার জানা যাবে না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/