ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: একসঙ্গে তিন ঠাকুরের মাথার মুকুট চুরি দাসপুরে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দাসপুর থানার বালিতোড়া গ্রামের শীতলা মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, আজ ২ জুলাই রবিবার সকালে মন্দিরের সেবায়িত মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের মূল গেটের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি গ্ৰামবাসীদের ডেকে জড়ো করেন। মন্দিরের পূজারি আশিস দাসঠাকুর বলেন, শনিবার আমি পুজো করার মতো অন্যান্য দিনের মতো যথারীতি মন্দিরে তালা দিয়ে গিয়েছিলাম। আজ সকালে পুজো করতে এসে জানতে পারি মন্দিরে চুরি হয়ে গিয়েছে।
গ্ৰামবাসীরা জানাচ্ছেন, গ্ৰামের মাঝেই একটি মন্দির রয়েছে। এই মন্দিরে শীতলা, মনসা ও পঞ্চানন্দ শিবের মূর্তি রয়েছে। প্রত্যেকের মাথায় মুকুট ছিল, সেই মুকুটগুলি চুরি গেছে এবং মন্দিরের বাসনপত্র মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আছে। তাঁরা অনুমান করছেন, গতকাল রাত্রে বৃষ্টি হওয়ায় সুযোগে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরের জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে। প্রশাসনের কাছে আবেদন দাসপুর জুড়ে যে হারে দিন দিন চুরির সংখ্যা বাড়ছে তার সঠিকভাবে তদন্ত করা হোক।