এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বড়সড় চুরির কবলে সাগরপুরের বিগ বাজেটের কৃষ্ণমন্দির, চাঞ্চল্য

Published on: September 2, 2022 । 9:11 PM

নিজস্ব সংবাদদাতা: বড়সড় চুরির কবলে সাগরপুরের বিগ বাজেটের কৃষ্ণমন্দির। ভাঙা হয়েছে মন্দিরের ভেতরের দুটি ক্যামেরা। লক্ষাধিক টাকার প্রণামী সহ বিগ্রহের গয়না চুরি হয়েছে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ ২ আগষ্ট ভোর পাঁচটা নাগাদ মন্দিরের পুজারি এসে দেখেন মন্দিরের সিংহ দরজার তালা ভাঙা এবং লকের হ্যাসবল কাটা। সেই সঙ্গে বিগ্রহের গায়ের গয়না নেই, কৃষ্ণের বেশ কয়েকটি বাঁশি নেই, প্রনামী বাক্সগুলিও নেই। পুজারি সঙ্গে সঙ্গে চুরির বিষয়টি মন্দিরের সেবাইতদের জানান।

সিসিটিভির ফুটেজে তিন দুষ্কৃতীকে দেখা গিয়েছে। তারা মন্দিরের পিছনের দিক দিয়ে এসেছিল। মন্দিরের পিছনে ক্যামেরা ছিল না। মন্দিরের সেবাইত সঞ্জয় শাসমল ও তরুণ পাল বলেন চোরেরা আগে এই এলাকা হয়ত দেখে গিয়েছে। এবং মনে হয় জানত যে মন্দিরের পিছন দিকটিতে ক্যামেরা নেই। চুরির ফুটেজ তুলে দেওয়া হয়েছে পুলিশের কাছে। সমগ্র চুরির বিষয়টি তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। উদ্বোধনের কয়েক মাস পরেই মন্দিরে চুরির ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির জন্য আজ বিগ্রহের অভিষেক হল সাড়ম্বরেই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।