এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় এক দোকানে মিলল চুরি যাওয়া একাধিক সামগ্ৰী

Published on: August 5, 2022 । 3:39 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: টিন ভাঙা লোহা ভাঙা দোকানের গোডাউনে চুরি যাওয়া ট্রলি ভ্যান উদ্ধারকে ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় চন্দ্রকোনা-২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের রঘুনাথগড় এলাকায়।জানাযায়, চন্দ্রকোণা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড রঘুনাথপুর এলাকার বাসিন্দা ভগীরথ সাহার বাড়ি থেকে একটি ট্রলি ভ্যান চুরি হয় বৃহস্পতিবার রাতে। পরদিন অর্থাৎ শুক্রবার সকালে তা খোঁজ করলে না মেলায় পাশ্ববর্তী এলাকা রঘুনাথগড়ে রুব্বান মির্জা নামের এক ব্যবসায়ীর টিন ভাঙা লোহা ভাঙা দোকানের গোডাউনে মিলে ভগীরথ সাহার চুরির যাওয়া ট্রলি ভ্যানটি। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে ট্রলি ভ্যানের মালিক ভগীরথ সাহা। তার অভিযোগ, দোকানের মালিকের কাছে তার চুরি হওয়া ট্রলি ভ্যানটি চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হয়। আর এতেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ভিড় জমে যায় বহু মানুষের। ভগীরথবাবুর অভিযোগ, রুব্বান মির্জা টিন ভাঙা লোহা ভাঙা দোকানের আড়ালে চুরির জিনিসপত্র কেনাবেচা করে। তার চুরি যাওয়া ট্রলিটি পাওয়া গেছে রুব্বান মির্জার দোকানে তাইতে গেলে দুব্যবহার করেন বলে অভিযোগ।আর এই ঘটনা সামনে আসতেই আরও একাধিক মানুষ জড়ো হন ওই দোকানে এবং তারাও দাবি করেন তাদেরও চুরি যাওয়া সাইকেল বা আরও অন্যান্য জিনিসপত্র দেখতে পাওয়া গেছে রুব্বান মির্জার এই দোকানে।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়,ওই দোকানের মালিক চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র কেনাবেচা করে বলে অভিযোগ ক্ষীপ্ত এলাকাবাসী থেকে চুরি হওয়া জিনিসের মালিকদের। ঘটনায় খবর দেওয়া হয়েছে চন্দ্রকোনা থানায়।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now