দেবাশিস কর্মকার: মন্দিরের তালা ভেঙে প্রায় চার লক্ষ্য টাকা চুরি হল। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সরবেড়িয়ার শৌলান হুনমানজির মন্দিরে। ২২ সেপ্টেম্বর তথা রবিবার রাতে ওই মন্দিরের তালা ভেঙে ঠাকুরের রুপার গয়না সহ প্রনামী বাক্সে থাকা নগদ টাকা চুরি গিয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর সকালে চুরির ঘটনা জানা জানি হতেই এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই মন্দিরের কোষাধ্যক্ষ শক্তিপদ দাসঠাকুর বলেন, রূপোর গয়না ও নগদ টাকা মিলিয়ে প্রায় চার লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। •ছবি ও তথ্য পাঠিয়েছেন শক্তিপদ দাসঠাকুর।