বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল:২৫ বছরের প্রাচীন কালী মূর্তির গা থেকে সোনার জিনিস চুরির ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দাসপুর থানার দক্ষিণ কৈজুরী এলাকায়। আজ ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে সেই চুরির ঘটনা জানাজানি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা প্রশান্ত মাইতিদের পারিবারিক মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটেছে। এদিন সকালে মন্দিরের দায়িত্বে থাকা বুলটি কোটাল মন্দির ধোয়া-মোছার জন্য মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের তালা ভাঙা। মন্দিরের ভেতরে জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। পাথরের সেই কালী মূর্তির গায়ে নেই একটি গয়নাও। বিগ্ৰহের গায়ে থাকা সোনার টিকলি, নোট তিনটি চক্ষু ও একটি জিভ এবং রূপার মুকুট হাতের কাতান কোমর বন্ধনী নুপুর বাজুবন্ধনী হাতের বালা ও গলার হার সহ প্রায় লাখ খানেকের বেশি টাকার জিনিস চুরি গিয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, এদিন দুপুর পর্যন্ত এই নিয়ে কোনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলেই তারা ঘটনার তদন্ত শুরু করবে।প্রশান্তবাবু দু’বছর আগে মারা গিয়েছেন। তাঁর স্ত্রী বিজলা মাইতি ছেলে মনোজের কাছে কয়েকদিন হল গিয়েছেন। ছেলে হায়দ্রাবাদে থাকেন। নিজেদের মন্দিরের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন প্রতিবেশী এক বৃদ্ধা প্রমিলা কোটাল ও তাঁর বৌমা বুলটি কোটালের ওপরে। বিজলাদেবী জানিয়েছেন, মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান গতকাল রাতেই দুষ্কৃতীরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। কিন্তু হঠাৎ এই চুরির ঘটনার বিন্দুমাত্র টের পাননি প্রতিবেশীরাও। পাড়ার মধ্যে এইভাবে মন্দির চুরির ঘটনায় এলাকার লোক যথেষ্ট আতঙ্কে রয়েছেন।