তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: খদ্দের সেজে অভিনব কায়দায় দোকানের বাক্স থেকে বেশ কয়েক হাজার টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। আজ ২৩ এপ্রিল চন্দ্রকোনার ক্ষীরপাই হালদারদীঘিতে ওই দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায়। আর.কে পাওয়ার টুলস নামে ওই দোকানের কর্ণধার শুভ্রা বক্সি বলেন, এইভাবে যে প্রকাশ্য দিনের আলোয় এতো লোকের সামনে থেকে এতগুলো টাকা চুরি যাবে ভাবতেই পারছি না। এদিকে সমস্ত ঘটনাটি পাশের মোবাইল দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনায় এলাকার ব্যবসাদাররাও আতঙ্কিত হয়ে পড়েছেন।
Home এই মুহূর্তে অন্যান্য নতুন কায়দায় দুঃসাহসিক চুরি ক্ষীরপাইতে, সিসি ক্যামেরায় দেখা গেল সেই চুরির দৃশ্য