এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে এক শিক্ষিকার রুমে ঢুকে চুরির উদ্দেশ্যে উটকে-পাটকে দেখল

Published on: March 12, 2022 । 11:03 PM

নিজস্ব সংবাদদাতা: দুয়ারের গ্রিলের দরজাটি টেনে দিয়ে মিনিট ২০’র জন্য দাসপুর গঞ্জের বাসিন্দা শিক্ষিকা বনশ্রী জানা কুইলাকে স্কুল [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] থেকে আনতে গিয়েছিলেন তাঁর স্বামী তাপস কুইলা। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগেই বাড়ির মধ্যে যাযাবর সম্প্রদায়ের এই মহিলা দু’টি তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে। বিছানা উল্টে, আলমারি খুলে ‘অপারেশন’ও শুরু করে দেয়। কিন্তু তারই মধ্যে তাপসবাবুর বাইকের শব্দে ওদের টার্গেট মিস হয়ে যায়। ধড়ফড় করে রুম থেকে বেরিয়ে পড়ে। এই ঘটনায় তাজ্জব বনে যান বনশ্রীদেবীরা। এটি গতকালের ঘটনা। তাপসবাবু বলেন, গতকাল দাসপুরে আরও একটি বাড়িতে একই ধরনের ঘটনা ঘটিয়ে ছিল এরা। যদিও সঙ্গে এদের বাচ্চা থাকায় মানবিক কারণে তাপসবাবুরা বিষয়টি পুলিশকে জানাননি বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।