রবীন্দ্র কর্মকার: দাসপুরের বেলিয়াঘাটা গ্রামের একটি বাড়িতে গত রাতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। আজ ৩০ জুলাই সকালে এই চুরির ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা বাদল ভুঁইঞা বলেন, কার্তিক ভুঁইঞা নামে ওই ব্যক্তির বাড়িতে গতকাল কেউ ছিল না। ওই সুযোগ নিয়ে সম্ভবত গত রাতে চোর ফাঁকা বাড়িতে চুরি চালায়। বাড়ির সমস্ত আলমারি লণ্ডভণ্ড করে একটি টিভি সহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে পালায় বলে অভিযোগ।
দাসপুরের বেলিয়াঘাটাতে চুরি
Published on: July 30, 2019 । 8:36 PM











