বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিবসে দাসপুর সুলতাননগরের কয়েকজন মহিলা বিদ্যাসাগরের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তৈরি করেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল।
আঁচলের সদস্যারা কেউ অবসরপ্রাপ্ত শিক্ষিকা কেউবা গৃহবধূ। সদস্যাদের কেউ সেলাইয়ের কাজ করে,কেউ পেনশন থেকে কেউ আবার এবারের পুজোর নিজের শাড়ির বাজেট ছেঁটে দাসপুর ১ নম্বর ব্লকের বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠের দুঃস্থ ও দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং বৃদ্ধাশ্রমের দুঃস্থদের আজ মহালয়ার দুপুরে দেবীপক্ষের সূচনার দিনে হাতে তুলে দিলেন পুজোর নতুন পোষাক।
শুধু পোশাক নয় আঁচলের সদস্যা কাজলী মণ্ডল জানান আজ তাঁদের সংস্থার পক্ষে নিজেদের হাতে তৈরি নানা খাবার ও মঠের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন তাঁরা। সম্পূর্ণ মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা আঁচলের কাজে খুশি বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠ অধ্যক্ষ সুবাস ত্রিপাঠীও।