প্রশাসনের দেওয়ার সময় মানতে গিয়ে বড়োসড়ো ক্ষতির মুখে ঘাটালের মিষ্টি বিক্রেতারা

শুভম চক্রবর্তী:সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর নিয়ন্ত্রণ আনা হয়েছিল দোকান বাজার হাট ইত্যাদির উপর। প্রকার ভেদে বিভিন্ন ধরনের দোকানের জন্য দিনের বিভিন্ন সময় নির্দিষ্ট করে দেওয়া হয়। তালিকাভুক্ত অধিকাংশ দোকানগুলি সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলেও অত্যাবশ্যকীয় পন্য,ওষুধের দোকানের পাশাপাশি একমাত্র মিষ্টি দোকানের অনুমতি দেওয়া হয় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার।
কিন্তু সমস্যা হল দোকান খোলা থাকলেও খদ্দের কই! দশটার পর থেকে বন্ধ বাজার হাট এবং অন্যান্য দোকান। পাশাপাশি বাস-অটো সহ অন্যান্য পরিবহনব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ। ফলে পথচলতি খদ্দেরের সংখ্যা শূন্যের ঝুলিতে। এদিকে পাল্লা দিয়ে বেড়েই চলেছে দিনের তাপমাত্রা। ফলে ঘর থেকে বেরহতে নারাজ স্থানীয় লোকেরাও।
পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ঠিক সময়ে কাজে আসতে পারছেন না মিষ্টির কারিগরেরা ফলে নাজেহাল অবস্থা ঘাটালের অধিকাংশ মিষ্টি ব্যবসায়ীদের।
ঘাটালের এক মিষ্টি বিক্রেতা বিশ্বনাথ দত্ত বলেন প্রশাসনের তরফে যে সময় আমাদের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে সেই চড়া রোদ এর সময় খদ্দেরের দেখা পাওয়া বেশ মুশকিল। এদিকে সারাবছরের যোগানের কথা ভেবে নিয়মিত ছানা সরবরাহকারীদের থেকে ছানা নিয়ে মিষ্টি তৈরি করতেই হচ্ছে। তেমনভাবে মিষ্টি বিক্রি না হওয়াতে প্রতিদিনই বহু টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। প্রশাসনের কাছে আমাদের তরফ থেকে একটাই আবেদন আমাদের অন্তত কিছুটা সময় বাড়ানো হোক যাতে প্রতিদিনের তৈরি করা মিষ্টির কিছুটা হলেও বেশি বিক্রি করতে পারাযায়।

•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!