এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের জয়রামচকে মাছ ধরার জালে উঠে এল বিশালাকার খরিস

Published on: June 3, 2020 । 6:07 PM

অরিজিৎ সাউ:বর্ষার শুরু হওয়ার আগেই মাছ ধরার জালে জড়িয়ে উঠে এল প্রকাণ্ড বিষধর গোখুরা। ঘটনা দাসপুর থানার জয়রামচকের। বৃষ্টির ফলে, চাষের জমিতে জমে যাওয়া জলে জাল বসিয়েছিলেন জয়রামচক এর বাসিন্দা বলরাম জানা।

সেই জালে আজ বুধবার ভোরে ধরা পড়লো এক বিশালাকার খরিস।পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাপটিকে ডাঙ্গা তে আনা হয় এবং খবর দেওয়া হয় বনদপ্তরে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭