সৌমেন মিশ্র: এখন একেবারেই সুস্থ শিবনাথা। সাপের কামড়ে ঘাটাল জুড়ে মৃত্যুর প্রধান কারণ,সময়ের মধ্যে আহতকে হাসপাতালে না পৌঁছানো,ওঝার কাছে ঝাড়ফুঁক। কিন্তু সম্প্রতি দাসপুরের শিক্ষক ও গবেষক সুব্রত বুড়াই লাগাতার সাপ নিয়ে যে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালাচ্ছেন তার বোঝহয় ফল মিলতে শুরু করেছে। অন্তত দাসপুর থানার বাছড়াকুণ্ডুর ২ জুনের ঘটনা তাই বলছে।
বন্ধুকে হঠাৎ সাপের কামড়,পরিবার তাকে নিয়ে ওঝার কাছে ছুটলেও বন্ধুরা ওঝার থেকে আহতকে ছিনিয়ে নিয়ে দৌড়ে গেল স্থানীয় হাসপাতালে শুরু হল সাপের কামড়ের চিকিৎসা। ঘটনা দাসপুর ১ ব্লকের বাছড়াকুন্ডু গ্রামের। ২ জুন রাতে হাঠাৎ বন্ধু শিবনাথ দোলইয়ের বুকে সাপে কামড় দেয়। পরিবার তাকে নিয়ে ওঝার কাছে ছুটে যায়। বন্ধুরা আমাদের স্থানীয় সংবাদের ভিডিও দেখে(সাপের কামড় থেকে বাঁচতে)
সরাসরি শিক্ষক সুব্রত বুড়াইকে ফোনে বিষয়টি জানালে সুব্রতবাবু বলেন,তোমরা ওকে ওঝার থেকে ছিনিয়ে নিয়ে নাড়াজোল গ্রামীন হাসপাতালে ভর্তি করো।
যেমন কথা তেমন কাজ তারা একপ্রকার শিবনাথ কে ছিনিয়ে নিয়ে স্থানীয় নাড়াজোল গ্রামীন হাসপাতালে ভর্তি করে। সুব্রত বুড়াই বলেন, শিবনাথ এখন সম্পূর্ণ সুস্থ। সাপের কামড়ে প্রথম ১০০ মিনিট খুব গুরুত্বপূর্ণ। আর এটা মনে রাখতে হবে ওঝার তাক তুকে সাপের রোগীকে বাঁচানো সম্ভব নয়।