সুইটি রায়: ঘাটাল পৌরসভাকে ডেঙ্গুমুক্ত করতে আজ ৬ জুলাই থেকে পৌরসভায় শুরু হল ডেঙ্গু অভিযান। ঘাটাল মহকুমার সেনেটারি দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে মহকুমাশাসকের কার্যালয় থেকে এই অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। এখন থেকে নভেম্বর মাস পর্যন্ত পৌরসভার ১৭টি ওয়ার্ডেই নিয়মিত এই অভিযান চলবে। ঘাটাল পুরসভার চেয়ারপার্সন বিভাস ঘোষ এবিষয়ে বলেন, ঘাটাল পৌরসভাকে আমরা ডেঙ্গুমুক্ত দেখতে চাই। তাই গত ফেব্রুয়ারি মাসে একবার ডেঙ্গু অভিযান করা হয়েছিল। এখন এই বর্ষাতে যাতে কোথাও জল জমতে না পারে এবং তা থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে না পারে তার জন্য আমরা আবার ডেঙ্গু অভিযান শুরু করেছি এবং এর সাথেই এই অভিযানকে প্রতিযোগিতামূলক করার জন্য ওই কাজের জন্য দুটি এজেন্সিও নিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন করোনা পরিস্থিতির জন্য যে সমস্ত স্বর্ণশিল্পী কাজ হারিয়ে বাড়িতে এসেছেন তাঁদের মধ্যে আগ্রহী ব্যক্তিদেরও আমরা এই কাজে যুক্ত করতে চলেছি। এ সম্পর্কে পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর অসীম আদক বলেন, আগের অভিযান বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় শুধুমাত্র সাফাইকর্মীদের নিয়ে করা হয়েছিল এখন আবার নতুন করে এই অভিযান শুরু করা হলো যা নভেম্বর মাস অব্দি চলবে।শুধুমাত্র প্রবল বৃষ্টি ও বন্যার সময় এই অভিযান বন্ধ থাকবে। ঘাটালের মহকুমা শাসকের কার্যালয় চত্বরে আজ এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা অনুষ্ঠানে মহকুমা শাসক অসীম পাল বলেন, যেভাবে ওনারা ডেঙ্গু এবং করোনাকালীন পরিস্থিতিতে কাজ করে যাচ্ছেন তা সত্যিই পুরস্কার পাওয়ার যোগ্য।