৫ হাজার টাকায় ঘাটালের এক কন্যা সন্তানকে বিক্রি করা হয়েছিল হাওড়াতে। আড়াই মাসের ওই শিশুর বাবার নামবাপন ধাড়া ও মায়ের নাম তাপসী ধাড়া।
ঘাটাল থানার এ এস আই কৌশিক সেন এবং চাইল্ডলাইন হাওড়া জেলার শ্যামপুর থেকে শিশুটিকে উদ্ধার করে এনে ঘাটাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছেন। শিশুর মা ও বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











