প্রসেনজিৎ দোলই: আজ ১৩ জুলাই ঘাটাল থানার কোতলপুরের এক গৃহস্থের বাড়িতে অদ্ভুত দর্শন একটি বাছুর হয়েছে। বাছুরটির দুটি মুখ, তিনটি চোখ। বাছুরটি দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় জমেছে। ওই গৃহস্থ প্রধানের নাম জয়দেব বেরা। তিনি বলেন, আজ সকালেই বাছুরটি জন্মেছে। বাছুরটি সামান্য অসুস্থ। চিকিৎসার জন্য আমরা ভেটেনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করছি। এদিকে প্রাণী গবেষক সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি একটি জিনগত ত্রুটি। সেজন্যই এই অদ্ভুত দর্শন বাছুরটির জন্ম হয়েছে। এটি বিরলতম ঘটনা।
বাছুরের দুটি মুখ, দেখার জন্য ভিড় ঘাটালে
Published on: July 13, 2020 । 10:00 AM









