এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় নির্বিঘ্নে শুরু হল টেট পরীক্ষা

Published on: January 31, 2021 । 1:42 PM

শুভম চক্রবতী:রবিবার ৩১ জানুয়ারি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রাজ্য জুড়ে চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু। নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে পরীক্ষার্থীদের যথাযথভাবে নিয়ম মেনে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। কড়া নজরদারি চালাচ্ছে ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ কর্মীরা। •ভিডিও
প্রসঙ্গত ঘাটাল মহকুমায় টেটের মোট ন’টি সেন্টার রয়েছে। ঘাটাল থানার ঘাটাল চারটি এবং চন্দ্রকোণা থানা এলাকায় পাঁচটি। ঘাটাল থানার সেন্টারগুলি হল বিদ্যাসাগর হাইস্কুল, ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়, ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুল ও রথিপুর বরদা বাণীপীঠ হাইস্কুল। চন্দ্রকোণা থানার ক্ষীরপাই হাইস্কুল, ক্ষীরপাই এসকে বর্মন মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, চন্দ্রকোণা জিরাট হাইস্কুল, চন্দ্রকোণা কল্যাণশ্রী বালিকা বিদ্যালয় ও কুয়াপুর হাইস্কুলে টেটের আসন পড়েছে। টেট পরীক্ষার ঘাটাল বসন্তকুমারী হাইস্কুলের সেন্টার ইন চার্জ তথা ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক ত্রিদিব রায় বলেন, প্রত্যেকটি স্কুলে ৪০০(চারশ’) জন করে পরীক্ষার্থীর আসন রয়েছে। শুধুমাত্র ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে ৫০০ জন পরীক্ষার্থী রয়েছেন। প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরে সেন্টারে প্রবেশ করতে হবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।