এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা রোধে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন দাসপুরের সুরতপুর উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা

Published on: May 19, 2020 । 9:23 PM

তনুশ্রী সামন্ত:করোনা রোধে দেশ,রাজ্য সারা বিশ্ব লকডাউনের মধ্যে। খরচ হচ্ছে বিপুল পরিমান অর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা রিলিফ ফান্ড তৈরী করে সেই ফান্ডে অর্থ সংগ্রহ করে কোভিড-১৯ এর টেস্ট থেকে ট্রিটমেন্ট-এ ব্যয় করছেন।

ইতিমধ্যেই আমাদের ঘাটাল দাসপুর চন্দ্রকোণার বহু মানুষ ব্যক্তিগত ভাবে আবার কখনো সমষ্টিগত ভাবে আর্থিক সহায়তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করেছেন।

এবার দাসপুরের সুরতপুর শ্রীঅরবিন্দ উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাঁদের এক দিনের বেতন মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফাণ্ডে দান করলেন। মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ২২হাজার ২৫৪টা ওই তহবিলে দান করেছেন বলে জানা গেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭