এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাধারণ মানুষের সমস্যা দূর করতে তথ্যমিত্র কেন্দ্রই এখন ব্যাংকের কাজ করছে

Published on: April 5, 2020 । 2:43 PM

তৃপ্তি পাল কর্মকার: অনুরোধ করে তথ্য মিত্র কেন্দ্র খুলিয়ে গরীব মানুষের টাকা তোলার ব্যবস্থা করলেন ঘাটাল মূলগ্রামের মিশালবাবু ওরফে সৈয়দ নকিবুল ইসলাম। মিশালবাবু ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী।
লকডাউনে দিন আনি দিন খাই পরিবার গুলিতে টাকা পয়সা শেষের মুখে। মূলগ্রামে এসবিআই ব্যাঙ্কের যে শাখাটি রয়েছে সেটি শনিবার খোলার কথা থাকলেও খোলেনি। টাকা তুললে তবে হবে দোকান হাট। তাই সমস্যার কথা মানুষ মিশালবাবুকে বললে তিনি মূলগ্রামের তথ্য মিত্র কেন্দ্রটি খোলার অনুরোধ করেন মানুষের স্বার্থে। এই তথ্য মিত্র কেন্দ্র থেকে মানুষ দুশো পাঁচশো করে টাকা তুলছে। গতকাল শনিবার ৩৫ জন টাকা তুলেছে। আজকেও মানুষের টাকা তোলা চলছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad