বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অপারেশন করিয়ে নতুন জীবন ফিরে পেলেন দাসপুরের এক ব্যক্তি।এই ব্যক্তির তাপস ভৌমিক। বাড়ি দাসপুর-২ ব্লকে খেপুত গ্রামে। মাস দেড়েক আগে তাঁর শারীরিক সমস্যা ধরা পড়ে। শ্রমজীবী ওই পরিবার তখনই ভেঙে পড়ে। কী করবেন ভেবে
পাচ্ছিলেন না। সোনাখালির এক চিকিৎসক তাপস ভৌমিককে সোনোগ্রাফি করার কথা বলেন। সোনোগ্রাফি করেই জানা যায় তাঁর কিডনিতে স্টোন হয়েছে। অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। প্রচুর টাকা লাগবে ওই অপারেশনে জেনেই ওই পরিবার হতাশ হয়ে পড়েন। কারণ কাঠা পাঁচেক জমি আর শ্রমের উপর নির্ভর করে ভৌমিক পরিবারের সংসার চলে। তাপসবাবুর স্ত্রী অর্চনা ভৌমিক বলেন, আমরা যখন কী করব ভেবে পাচ্ছিলাম না তখনই এলাকার তৃণমূলের এক নেতা কাশীনাথ মাইতি আমাদের কাছে এসে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করানোর সুপরামর্শ দেন।
কাশীনাথবাবুর পরামর্শ মতোই হাওড়ার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তাপসবাবুকে ভর্তি করানো হয়। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রায় ৩ লক্ষ ২৫হাজার টাকার অপারেশন করিয়ে কয়েক দিন হলে সম্পূর্ণ সুস্থ করে তাকে বাড়ি নিয়ে আসেন।