নিজস্ব প্রতিনিধি: আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস পালিত হল মহকুমার বিভিন্ন স্কুলগুলিতে এবং ক্লাবে। সেরকমই জোৎঘনশ্যাম মেইন প্রাইমারি স্কুলেও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে স্বামীজীর জন্মদিন পালন করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ চক্রবর্তী বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা স্কুলে বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করি। আমাদের স্কুলের প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত শিক্ষকেরা। প্রথমেই ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাতফেরি হয়। যেখানে শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুকুড়দহ সার্কেলের সার্কেল ইন্সপেক্টর প্রণবকুমার মণ্ডল, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ সভাপতি আশিস হুদাইত, জোৎঘনশ্যাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান কাবেরী মান্না সহ অন্যান্য অতিথিরা।
জোৎঘনশ্যাম প্রাইমারি স্কুলে বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন পালন
By মন্দিরা মাজি
Published on: January 12, 2023 । 8:45 PM





