সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ ঘাটাল: ঘাটাল জুড়ে যে বন্যা পরিস্থিতি তা আসলে ম্যান মেড।বারে বারে কেন্দ্রের দিকে আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলেই পরোক্ষভাবে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরী করা হয় এ অভিযোগ করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার সে বিষয়েই মুখ্যমন্ত্রীকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রীর এককালের সৈনিক জেলার প্রাক্তন পুলিশ সুপার বর্তমানের বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আজই ঘাটালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর শুকনো আড়া থেকে গোড়ালি জলে নেমে ঘাটালের বন্যা পরিদর্শনকে সাজানো
নাটক আক্ষা দেন। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন ও তার বাস্তবায়ন না হওয়ায় রাজ্যের কড়া নিন্দা করেন শুভেন্দু। আর এই দিনই দাসপুরের মাটি থেকে ভারতী ঘোষ বিঁধলেন মমতাকে। তাঁর কথায়,এই বন্যা ম্যান মেড বা প্রাকৃতিক সে গবেষণা না করে রাজ্য সরকারের উচিৎ বন্যা কবলিতদের পাশে দাঁড়ানো এবং এই বন্যাকে রোখার। পাশাপাশি তিনি এক হাত নেন ঘাটালের সাংসদ অভিনেতা দেবকেও। তিনি অভিযোগ করেন,ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে দেবেরই অগ্রনী ভূমিকা নেওয়ার ছিল। পার্লামেন্ট বারে বারে ঘাটালবাসীর দুর্দিশার কথা তুলে ধরলে ঘাটাল মাস্টার প্ল্যান ত্বরান্বিত হতো। উল্লেখ্যা আজ
শুক্রবার বিকেলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘাটাল টাউন হলে এক সাংবাদিক বৈঠক করেন। তার পরেই দাসপুরের সুবজ সংঘের মাঠে পৌঁছে যান। ওই মাঠে বিজেপির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট নামে ৪ দলীয় এক ফুটব টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্টের পুরস্কার বিতরনী মঞ্চে হাজির ছিলেন শুভেন্দুর অধিকারীর পাশাপাশি ভারতী ঘোষ এবং বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির একাধিক নেতৃত্ব।