নিজস্ব সংবাদদাতা: দেবীর বেদিতে মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রেখে যজ্ঞ, এনিয়ে চরম বিতর্ক উঠেছে ঘাটাল শহরে। আমজনতার অভিযোগ, শুভেন্দু অধিকারী জনপ্রিয় মন্ত্রী হতে পারেন কিন্তু দেব-দেবী নন। তাই মন্দিরের মধ্যে দেবীর পাশে মন্ত্রীর ছবি রেখে যজ্ঞ করায় দেবীকে অপমান করা হয়েছে। বেদিটা দেবীর জন্য মানুষের জন্য নয়। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
প্রসঙ্গত, রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী করোনা সংক্রমিত হয়েছেন। তাই তাঁর আরোগ্য কামনা করে শুক্রবার থেকে ঘাটাল মহকুমার কয়েকটি মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। ঘাটাল শহরের বাজার বুড়ি শীতলা মন্দিরেও ২৬ সেপ্টেম্বর শুভেন্দু অনুগামীরা যজ্ঞের ব্যবস্থা করা করেছিলেন। বাজারবুড়ি শীতলা মন্দিরে প্রতিমার বেদীতে শুভেন্দুর ছবি রেখে যজ্ঞ করায় শহরের মানুষের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজেপি এটিকে ইস্যু করে প্রচারও শুরু করে দিয়েছে। বিজেপির ঘা্টাল লোকসভা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, মন্ত্রীর আরোগ্য কামনা করে যজ্ঞ করা যেতেই পারে। কিন্তু দেবীর বেদিতে মন্ত্রীর ছবি রাখাটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
‘শুভেন্দু ভক্ত’ তথা তৃণমূল নেতা সুব্রত সামন্ত বলেন, বিজেপিই পুরো বিষয়টিকে উস্কাচ্ছে। আমরা কোনও ভাবেই দেবীকে অশ্রদ্ধা করিনি। আমরা দেবীর পায়ের তলায় শুভেন্দুবাবু ছবি রেখেছিলাম।
মন্ত্রীর আরোগ্য কামনা করে আজ ওই দিন বরদা বিশালাক্ষী মন্দিরে একটি যজ্ঞের আয়োজন করা হয়। সেই সঙ্গে বেশ কয়েক শ’ মানুষকে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছিল। বলে জানান শুভেন্দু অধিকারীর অন্ধ ভক্ত শপথ চক্রবর্তী।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।