অরুণাভ বেরা: ভারতে কমিউনিস্ট পার্টি শতবর্ষে পা রাখল। এই উপলক্ষ্যে ১ ডিসেম্বর রবিবার ঘাটালে আসছেন সিপিএমের রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। ওই দিন ঘাটাল কলেজের কর্মীসভায় বক্তব্য রাখবেন তিনি। আলোচনার বিষয় থাকবে ‘শতবর্ষে ভারতে কমিউনিস্ট পার্টির আন্দোলনের ইতিহাস ও বর্তমান সময়ে আমাদের দায়িত্ব কর্তব্য।’ সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা জানিয়েছেন, ওইদিন কর্মীসভায় থাকবেন সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়। ঘাটাল ব্লকের কর্মীরা থাকবেন আলোচনা সভায়। এই কর্মসূচির জন্য প্রচার চলছে। কর্মীসভার পরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে। মিছিলে সূর্যকান্তবাবু পা মেলাবেন।