কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: লাগাতার করোনার সংক্রমণ পাশাপাশি সে সংক্রমণ ঠেকাতে লাগাতার লকডাউন,বন্ধ বাজার,বাস-ট্রেন,সমস্যায় ঘাটাল মহকুমা জুড়ে স্বর্ণ শিল্পীরা। মানসিক চাপ লাগামছাড়া,অবশেষে আত্মহত্যার পথে ঘাটালের মনসুকা দীর্ঘগ্রামের স্বর্ণ শিল্পী রাম দাস(৩৬)। আজ ২৩ জুলাই শুক্রবার রাত ৮টায় নিজের কর্মস্থল দিল্লির করোলবাগ এলাকার রেগুলপুরা ১২ নম্বর গলিতে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে দিল্লি পুলিশ। সহকর্মীদের থেকে
জানা গেছে, লকডাউনের জেরে সোনার কাজে সমস্যা তো ছিলই তারই মাঝে কিছু দিন আগে কাজের সোনা নিয়ে চম্পট দেয় এক কর্মচারী। আর্থিক সে চাপ কাটিয়ে উঠতে না পেরেই আত্মহত্যা। পুলিশ জানিয়েছে, যুবকের পকেট থেকে সুসাইড নোট পাওয়া গেছে। যেখানে লেখা আছে ‘কাজ নেই দেনার দায়ে আমি আত্মহত্যা করেছি এর জন্য কেউ দায়ী নয়।’যুবকের বাড়িতে দুই সন্তান আছে। একজনের বয়স এক বছর, আর একজনের নয় বছর। রামবাবুর দীর্ঘগ্রামের বাড়িতে আজ রাতেই খবর পৌঁছাতেই এখন শোকের ছায়া! কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। [•দাসপুর স্বর্ণশিল্পীদের জন্য তৈরি হচ্ছে গোল্ডেন হাব। 👆খবরটি পড়ুন]