এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কী কারণে এমন কাণ্ড করলেন দাসপুরের গৃহবধূ?

Published on: August 22, 2023 । 10:23 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনা দাসপুর থানার জোতঘনশ্যাম দক্ষিণ বাঁধ এলাকার। মৃত গৃহবধূর নাম রত্না সামন্ত বয়স (২৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূর স্বামী সমীর সামন্ত কোন কাজকর্ম করতেন না বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। গৃহবধূ নিজেই বাড়িতে হস্তশিল্পের কাজ করে কিছু টাকা উপার্জন করতেন আর তা দিয়েই তাদের সংসার চলত। স্বামী কোন রোজগার না করা নিয়ে প্রায়দিনই তাদের বাড়িতে অশান্তি লেগে থাকত। সোমবার রাতেও তাদের মধ্যে ওই নিয়ে গণ্ডগোল বাঁধে। আজ ২২ আগস্ট মঙ্গলবার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতে পাঁচ বছরের মেয়েকে টিউশনি পাঠিয়ে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই গৃহবধূ এমনটাই মনে করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/