নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’,ঘাটাল: নির্মীয়মান বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দাসপুর থানার খড়দা বিষ্ণুপুরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সুমন মান্নার মেয়ে স্বাগতা মান্নার(২২) গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করেছে তারা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে প্রেম ঘটিত কারণেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবতী।