নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হল গৃহবধূর। ঘটনা ঘাটাল থানার বেলশ্বর গ্রামের। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ওই গৃহবধূর নাম মৌসুমী বেরা(৩০)। আজ ১ মে সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে অনুমান পরিবারের ও পুলিশের। জানা গিয়েছে, কয়েকমাস ধরে ওই গৃহবধূ মানসিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। মৌসুমীদেবীর চারমাসের একটি শিশুসন্তানও রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক অবসাদের কারণেই কী আত্মহত্যা করলেন গৃহবধূ? নাকি অন্য রহস্য। গৃহবধূর বাপের বাড়ি পাঁশকুড়া থানার চকগোপালে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় লিখিত ভাবে কোনও অভিযোগ করা হয়নি।