এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর বিধানসভা এলাকায় এসইউসিআইয়ের প্রচার

Published on: March 14, 2021 । 7:48 PM

মন্দিরা মাজি:দাসপুুর কেন্দ্রে এসইউসিআই দলের প্রার্থী জগদীশ মন্ডল অধিকারীর সমর্থনে আজ ১৪ মার্চ দলের কর্মী ও সমর্থকেরা সকালে রাণীচক ও বিকালে কামালপুর হাট এবং খাঞ্জাপুর বাজারে প্রচার কর্মসূচিতে সামিল হন। প্রার্থী ছাড়াও ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক, দাসপুর সাংগঠনিক কমিটির পক্ষে বিভা পাল,সুমন্ত সী প্রমুখ। •ভিডিও
দাসপুর বিধানসভা এলাকায় সার্বক উন্নয়ন করতে এসইউসিআই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা। এসইউসিআই প্রার্থী জগদীশ মন্ডল অধিকারী বলেন, ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবীতে মহকুমা জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে যুক্ত। কেন্দ্র সরকার স্কীমটিতে ছাড়পত্র দিলেও আজও কোনও অর্থ বরাদ্দ করেনি। এই আন্দোলন সহ ব্লকের বিভিন্ন রাস্তা সংস্কার প্রভৃতি জনজীবনের বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে তিনি ব্যাটারি টর্চ চিহ্নে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।