এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

গত রাতের কালবৈশাখীর ঝড়ে ঘাটাল ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছে

Published on: April 16, 2020 । 10:36 AM

নিজস্ব সংবাদদাতা:  গতরাতের হঠাৎ বৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘাটাল ব্লকের পান্না এলাকার বেশ কয়েকটি গ্রাম। ১৫ এপ্রিল রাতে ঘাটাল মহকুমার প্রায় প্রত্যেকটি এলাকায় ঝড়, বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হলেও ওই এলাকায় ক্ষতির পরিমাণটি বেশি বলে স্থানীয়রা দাবি করছেন। ওই এলাকার বাসিন্দা সমরেশ মাইতি ও সৌমেন মাইতি বলেন,  পান্না, রাধাকান্তপুর, শিলারাজনগর, বারানন্দী, ভাঙাদহ সহ বেশ কয়েকটি গ্রামের মাঠের ধান নষ্ট হয়ে গিয়েছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে।ছাদের ওপর থাকা জলের ট্যাঙ্ক পড়ে গিয়েছে।
পান্না এলাকার পরই শিলাবতী নদী। আর ওই নদী এপারেই রয়েছে নিমতলা। গত রাতে ঝড়ের তাণ্ডবে নিমতলাতে একটি গাছের ডাল থেকে একটি হনুমান পড়ে যায়। সেই হুনুমানটিও কোমরে এবং হাতে আঘাত পায়। স্থানীয়রা হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now