কুমারেশ চানক: লকডাউনের মাঝে এবার মদের দোকানে চুরির ঘটনা ঘটল ঘাটাল থানার মনসুকা এলাকায়। মনসুকার ঘোরইঘাট বাজার সংলগ্ন একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের পিছনের দিকের কিছুটা অংশ ভেঙে বেশ কিছু মদের বোতল চুরি হয়েছে বলে জানা গেছে। আজ ১৩ এপ্রিল সোমবার সকালে দোকান সংলগ্ন মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষকের প্রথম দোকান ভাঙার বিষয়টি নজরে আসে। ১২ এপ্রিল রবিবার রাতেই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলেই অনেকের ধারণা। দোকান মালিক সঞ্জয় জানা জানান, দেশী ও বিলেতি মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার মদ চুরি গেছে, এই নিয়ে থানায় অভিযোগ জানানো হবে। প্রসঙ্গত, লকডাউনের শুরু থেকেই মদ না পাওয়ার জন্য হা হুতাশ শুরু হয়েছিল মদ পিপাসুদের মধ্যে। লুকিয়ে চুপিয়ে চলছিল চোরাকারবার। কিন্তু নেশা করার জন্য লকডাউন চলাকালীন প্রথমেই যে মদের দোকান চুরির ঘটনা সামনে আসবে তাতে হতবাক অনেকেই।