এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

Published on: December 22, 2025 । 5:57 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ:নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েতের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা  আরখানা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে আরখানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব চন্দ্র পাত্র জানান, নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি এসএস কেন্দ্র মিলিয়ে মোট ১৬টি বিদ্যালয়ের প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]