শ্রীকান্ত ভূঁইয়া: ঘাটাল পাঁশকুড়া রাস্তায় দুটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে পাল্টি খেলো একটি। আজ ২৯ সেপ্টেম্বর সকালে দুর্ঘটনাটি ঘটেছে সোনামুই বিএড কলেজের সামনেই। ঘটনার জেরে চালক এবং খালাসির আংশিক আঘাত লাগলেও পথযাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেন, দুর্ঘটনার সময় গাড়ি দুটির গতিবেগ ছিল যথেষ্ট বেশি, পাল্টি খাওয়া বালিভর্তি লরিটিও ছিল ওভারলোড, ঘাটাল পাঁশকুড়া রাস্তায় বাসের রেসারেসি ও লরির ওভারলোডের কারণেই দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে। এই ঘটনায় যান চলাচল বেশ কিছুক্ষনের জন্য ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। প্রায় এক ঘন্টা পর ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্থ লারিটিকে ঊদ্ধার করা হয়।